Header Ads

 করোনা পরিস্থিতি কারণে বিকাশ তাদের কিছু সেবা আপডেট নিয়ে এসেছে.

আগে প্রিয় নাম্বার ছাড়া অন্য যে নাম্বারে সেন্ড মানি করলে ফি কাটত ৫ টাকা করে এছাড়া যে কোনো ধরনের পে-বিল করলে টাকার পরিমাণ এর উপর চার্জ কাটত। সাম্প্রতিক সময় তা লিমিট এর উপর ফ্রি করে দিয়া হয়েছে।

সেন্ড মানি:


এখন প্রিয় জন এর নাম্বার ছাড়াও যে কোনো নাম্বারে ০.০১ টাকা থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত সেন্ড মানি করতে পারবেন ফ্রিতে প্রতি মাসে ৪০,০০০ টাকা পর্যন্ত সেন্ড মানি ফ্রি করা করা যাবে। সাথে প্রিয় নাম্বার গুলতেও সেন্ড মানি করতে কোনো চার্জ প্রযোজ্য হবে না।



এখন বিকাশ অ্যাপ বা *247# ডায়াল করে মাসে প্রথম বার যে কোনো ২টি পে-বিল (বিদ্যুৎ, পানি, গ্যাস ও টেলিফোন) পরিশোধ করতে পারবেন কোনো চার্জ ছাড়াই! আর পে-বিল করলেই পাচ্ছেন সার্ভিস চার্জের সমপরিমাণ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সর্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন (মাসে ২বার)। অফারটি চলনবে আগামি ৩১ মে, ২০২১ পর্যন্ত.

No comments